⤺একান্নবর্তী দেশ
প্রতিদিন দেশ ভাঙতে দেখি
ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে
এক কামরা ঘরের উত্তর-দক্ষিন, পূর্ব-পশ্চিম জুড়ে পৃথিবী
জানালা খুললে পাশের বাড়ির ছাদ দেখা যায়
আকাশ দেখা যায় না।
আমাদের বাড়ি একটা একান্নবর্তী দেশ
খাবার ঘরই তার পরিপাটি রাজধানী।
মা প্রতিদিন লণ্ঠনের আলোতে সবার বিছানা দেখে যান
প্রজা বিক্ষোভ হলে রাজধানীতেই হয় তার সমাধান।
এভাবে পঁয়তাল্লিশ বছর মা এক আসনে বসে
কোনোদিন টালমাটাল হতে দেখিনি
এই দেশে আমরা অনেক সুখী, অনেকটা স্বাধীন।
![]() |
| সঞ্জয় মন্ডল |
সঞ্জয় মন্ডল
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন