রত্নদীপা দে ঘোষ


↶বিশ্বাস 

ইতিহাসের বজরা ধুয়ে মুছে একদিন নিশ্চয়ই
উথলে উঠবে দেশজ ভূগোল, রূপকথার কিনারা
চন্দনবনের উবুমেঘ, সুরম্য সেতুর ওপর দিয়ে
হেঁটে চলে বেড়াবে কমলা-সবুজের স্বর্ণফসল

একদিন পলাশ রঙের অশোক-চাঁদ
একদিন বর্ণালি মুখর জ্যোৎস্নাপথ
একদিন ফুল্ল কুসুমের কুচকাওয়াজ
একদিন ধুলো থেকে মাটি ছেন তৈরি হবে
অঝোর মাতৃত্ব-আঁকা চক্ষুদান

ওগো দেশ, ওগো সোনালি ডানার পাখিবেশ
সেদিন তোমার নাম হবে লুব্ধকের স্রোত
সেদিন গঙ্গা যমুনার কুমোরটুলিতে এক
তুলিতে নতুন বানানে সেজে উঠবে

পুরাতনী পনেরই অগাস্ট


রত্নদীপা দে ঘোষ






রত্নদীপা দে ঘোষ রত্নদীপা দে ঘোষ Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.