⌗বকের শিক্ষা
সাদা বক খক্খক্
করে শুধু কাশছে
মুশকিল দেখে তার
মাছগুলো হাসছে।
রোজ রোজ ধরে ধরে
বক কত মাছ খায়
এক কাঁটা বিধে গিয়ে
আজ তার প্রাণ যায়।
মাছগুলো বলে তারে
ভাবনি যা হল তাই
ছোট বলে ভেবেছিলে
নেই কোন ক্ষমতাই।
সেই মাছ খেতে গিয়ে
কাঁটা বিঁধে যায় প্রাণ
সব ভুলে মনে প্রাণে
ডাক আজ ভগবান।
বক খক্খক্ কাশে
একই কথা শুধু কয়
কাউকেই কক্ষনো
ছোট ভাবা ঠিক নয়।
অমরেশ বিশ্বাস
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৮
Rating:


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন