☐ অপাপবিদ্ধ
যে সমস্ত দাগ
লেগে আছে ক্ষত-স্মৃতি নিয়ে
নানাভাবে ঘসাঘসি করে
এমনকি পাতিলেবু , ভ্যানিস পাউডার
কিছুতেই দাগ উঠছে না
এইসব দাগ জীবনের-
রক্তমাংসে ,মজ্জার ভিতর
বিপন্নতার ঘাড়ে চরে
খুঁড়ে ফেলে
ঝুলতে থাকা ঘর
শূন্যে সঁপেছে শিকড়
এই সব দাগ
প্যাঁচ খাওয়া সিঁড়ি বেয়ে
দগ্ধ ঈশ্বরের কাছে
অন্তঃক্ষয়ের গোপন সঙ্কেত
পৌঁছে দেয়
বাঁকে বাঁকে চুল্লি রাখা আছে....
ঈশ্বরের অসহায় যোনিপথে--
pranabsir.physics@gmail.com
উজান উপাধ্যায়
Reviewed by Pd
on
এপ্রিল ০৩, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন