শর্মিষ্ঠা ঘোষ

শর্মিষ্ঠা ঘোষ
ফিরিয়ে দে 

দে ফিরিয়ে আমার সে দিন
তুচ্ছ সুখের পুতুল খেলার
কথায় কথায় ঠোঁট ফুলিয়ে কপাল
চুমে রাগ ভাঙাবার
হয়তো তেমন বৈভব নেই হয়ত স্বপ্ন
খোলামকুচিই
হয়তো বুকের কদমতলায় এমনি
ঝরতো বৃষ্টিদানা
আদর চাস তো? কম পড়েছে ?
এই নে জীবন মরণটুকুও
সোনা রূপোর খ্যাতির ঝলক সে আর
আমি কোথায় পাবো
আয় ফিরে আয় আপন ঘরে
তোর জন্যই ফুটছে বেলি
আমিও কত বদলে যাবো
তোর কারণেই দেখনদারী



শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on এপ্রিল ০৩, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.