অরূপ কুমার পাল

অরূপ কুমার পাল
অসংযত বসন্ত

থেমে থেমে গেছে চারিদিক
দূর থেকে যে প্লাবন আসছিল,পৌঁছেছে
এখন শুধুই  ভাসিয়ে দেওয়া অস্তিত্ব
বাঁধ ভাঙা নদীর স্থিত যত অভিমান
বয়ে যায় যেন--
খড়কুটো ধরে রাখা বোকামিই

আমি উদাসীনের পক্ষে, দৃষ্টা
অসংখ্য অনুভূতি বাঁধতে পারিনি তাই
উপলব্ধি পাথেয় করে স্পৃহাহীন আর কিছু বসন্ত

কথাহীন বাস্তব্য যাকিছু অন্তরে ঢেলে নিই
কোমল পলাশ, শিমূল বাসা বেঁধে স্রোত আর স্রোত
তাতেই অথর্ব শোক চৌচির
অন্য অন্য পথঘাট অন্তহীনে ছেয়ে যায়
ঝরা পাতা হোক বা বৃষ্টি,  আমায় ছাপিয়ে এভাবেই
অসংযত বসন্ত বহমান




অরূপ কুমার পাল অরূপ কুমার পাল Reviewed by Pd on এপ্রিল ০৩, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.