⌗এলোমেলো
১
তোমার হাত দুটি রেখো
পারলে ছুঁয়ে থেকো
স্বপ্ন আর আগুনের বুকে
জ্বলবো আবার দাহ্যে সুখে ।
২
এমনটাই তুমি চাইতে বুঝি
ফেনামাখা ঝিনুকের দেহ
কুড়িয়ে বলবো –
মুক্তো আছে এতে
এখন শুধুই মরদেহ
বালির মত তোমার সন্দেহ ।
৩
তুমি বলেছিলে –
আমার আকাশ তুমি
তারপর শুধু অন্তহীন উড়ি
এখন নিঃশ্বাস নিতে
মাটি ছোঁয়া ভীষণ জরুরী ।
রুপায়ন মন্ডল
Reviewed by Pd
on
এপ্রিল ০৩, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন