শাশ্বতী সরকার

শাশ্বতী সরকার
 যদি রাজী থাকো 

অনন্ত খিদে নিয়ে আমি বসে আছি।
তোমাদের সকলের অফুরান ভালবাসাও
আমার সমস্ত খিদে মেটাতে অক্ষম হয়ে পড়ছে।
কেন বলতো? তাহলে কি এত এত বছরের
সমস্ত যন্ত্রণা ও বঞ্চনা আমি সুদে-আসলে
মিটিয়ে নিতে চাইছি? তাই-ই হবে হয়ত!
আমি আরও আরও ভালবাসা পেতে ও
দিতে চাই যদি, তোমাদের কোন্‌ মহাভারত
অশুদ্ধ হবে শুনি?এখন আমি আর তোমাদের
তৈরি করা কোন কাঁটাতার মানি না,মানবও না।
যদি বাঁচতেই হয় তবে আমার মত বাঁচব।
ভালবাসার জন্য নিজেকে উজাড় করে বিলিয়ে দেব।
এই অশান্ত যুদ্ধবাজ স্বার্থপর পৃথিবীর বিপরীতে হেঁটে
আমি দেখিয়ে দেব ভালবাসার থেকে মহোত্তম কোন শক্তি
কখনও ছিলনা,হতেও পারেনা – যদি তুমি রাজী থাকো।



শাশ্বতী সরকার শাশ্বতী সরকার Reviewed by Pd on জানুয়ারি ৩১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.