লক্ষ্মী নন্দী

 লক্ষ্মী নন্দী
 কাঞ্চনজঙ্ঘা 

কুয়াশার চাদর মুড়ে
তখন
ঘুমিয়ে তুমি সুন্দর স্তব্ধতায়
অামি
ওঁতপাতা জঙ্গল অাড়চোখে
ছুটে চলেছি
ছুটে চলেছি
পাহাড়ের প্রতিটা বাঁক
বিস্ময়ে
পরিচিত হতে হতে
তোমার বন্ধনহীন সহবাসের
সন্ধানে
অনেকটা এগিয়েছি।
হাতছানি দিলে তুমি
অাধো ঘুম
অাধো জাগরণে।
উন্মত্ত অামি
অামার ডান মেলা
পাগলামি নিল তোমার বিশুদ্ধ
নিঃশ্বাস।
ধীরেধীরে তুমি কুয়াশার
চাদর সরালে
নিলে কাছে - অারও কাছে
দিলে বিচিত্র বৈভব স্পর্শ
অামি উজার হলাম।


লক্ষ্মী নন্দী  লক্ষ্মী নন্দী Reviewed by Pd on জানুয়ারি ৩১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.