ঘরটা অন্ধকার । ডাক্তারবাবু বললেন --- ওই নীল আলোটার দিকে তাকিয়ে থাকুন । এই আমি আপনার পায়ের আঙুল স্পর্শ করছি । অবশ হয়ে যাচ্ছে । এবার পায়ের পাতা -- অবশ হয়ে আসছে ----এই পা ---এই হাঁটু --
ঘুম ---ঘুম --- ঘুমে চোখ জড়িয়ে আসে ---- একটা মুখ আবছা ভাসে --- মুখটা কোথায় হারিয়ে যাচ্ছে কোথায় ----
কদিন হল হোমে এসেছে এই বৃদ্ধা । ফুটপাতে বসেছিল , পরনে নোংরা শাড়ি ,বিড়বিড় করে কি যে বকে । কেউ একবার দেখেই চোখ ফেরায় কিন্তু ইনি যে ফুটপাত বাসী নন , সে চেহারা দেখলেই বোঝা যায় । সহৃদয় এক মহিলা গাড়ি করে হোমে দিয়ে গেছেন । হোমে কিছু পাগল আছে , কিছু টাকাও তিনি দিয়ে গেছেন ।
বৃদ্ধার সব স্মৃতি যেন কোন বিস্মৃতির অতলে হারিয়ে গেছে ।নাম ,ধাম কিছুই বলতে পারেন না । হোমে তার কাউন্সেলিং , ওষুধ চলতে থাকে ।
সেই আবছা মুখটা স্পষ্ট হয়ে আসে একদিন । একটা বাড়ি যেখানে শুধু অশান্তি । সবাই জোরে কথা বলে ,নিজেদের মধ্যে অশান্তি লাগিয়েই রাখে । যাও ,বেরিয়ে যাও--- শুনে আর দুবার ভাবে নি নীলা । অর্ককে বুকে জড়িয়ে পালিয়ে এসেছিল সে ।তারপর ভাড়া বাড়িতে থেকে , স্কুলের চাকরি করে , কিভাবে যে মানুষ করে ফেলল , জানে না । অর্কর প্রতিটি দুর্দান্ত রেজাল্ট তাকে যে কি শান্তি দিত , আনন্দে ,গর্বে বুকের ভিতর হাজার সিম্ফনি । একে একে টপকে টপকে পার হয়ে গেল সব গণ্ডি ।তারপর বিদেশে চাকরি ,অনেক মাইনে ।
মনে পড়েছে সব ?
হ্যাঁ ডাক্তার বাবু , আমার একটাই ছেলে ,আর কেউ নেই । ওকে অনেক কষ্টে মানুষ করে আমেরিকা পাঠিয়েছি । তারপর সে আর আসে না ---- কত অপেক্ষা -- কত ফোন ----
ফোন নম্বর মনে আছে ?
চোখ বন্ধ করে নম্বর বলে যায় -- রিং বাজছে --- নিন ,কথা বলুন --
হ্যালো খোকা ,আমি মা বলছি রে , খুব অসুস্থ্য , একবার বাড়ি আয় --আকুল কণ্ঠস্বর ।
ও প্রান্ত নীরব ,ফোন কেটে দেওয়ার শব্দ ।
ফোনটা আস্তে আস্তে নামিয়ে রাখে নীলা । আস্তে আস্তে মাথা নড়ে --- ডাক্তারবাবু আমার কেউ নেই । আর কোন আশা নেই ,কোন অপেক্ষা । আমি এই পাগলদের মাঝেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই । এখানেই একটা কাজ দিন আমাকে --
ঘড়িটা টিক টিক শব্দে বেজে যাচ্ছে । এই সময় ,এই ক্ষত ,এই রক্তক্ষরণ বাইরে দেখা যায় না ।অর্ক কি এখন ঘুমিয়ে পরেছে ? সে কি ওদেশে বিয়ে করেছে ? না ,আর ভাবনা নয় । তবু কেন যে ভাবনা আসে ? পাশ ফিরে শোয় নীলা । একটা মুখ আবছা হয়ে আসে ।
বাইরে ঘন কাল রাত্রি । একটা কুকুর বিশ্রী ভাবে কেঁদে ওঠে ।
কোয়েলী ঘোষ
Reviewed by Pd
on
জানুয়ারি ৩১, ২০১৮
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ৩১, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন