শুভাশিস দাশ

শুভাশিস দাশ
 কেউ নেই দাঁড়াবে পাশে 

কার কাছে তুমি দুঃখের কথা বলো
এখন তো মানুষ দেখিনা বরং
সাগরের কাছে তোমার মিনতি রাখো দেখবে
ওর পবিত্র ঢেউয়ের যাদু কেমন তোমার
দুঃখ ভুলিয়ে দেয় !

কার কাছে নতজানু হবে
কে তোমায় বলে দেবে জিয়ন কাটির ঠিকানা
কেউ নেই ,কেউ নেই যে তোমার হাত ধরে
পার করবে দুঃখের জেব্রা ক্রসিং



শুভাশিস দাশ শুভাশিস দাশ Reviewed by Pd on জানুয়ারি ৩১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.