এ কে এম আব্দুল্লাহ

এ কে এম আব্দুল্লাহ
 স্ট্যাচু 

সিজোন্যাল সম্পর্ক
তুলে রাখো জলের পিরিচে
নদীরা মরুক

গলাকাটা দোয়েল। পাশে
রক্তমাখা কিরিচ...
ধার করা আলো ফিরিয়ে ছায়ারা স্ট্যাচু

আমরা ছেড়ে দিয়েছি আয়না দর্শন

বাষ্পের দেয়াল
জলের হরফে চমকায় জন্মসনদ।


 অতৃপ্তি 

চোখের ভিতর অনেক স্বপ্ন।
দোয়েলের ডানার ভিতর আগুন।
ঝাঁকে ঝাঁকে পাখি উড়ছে
ঝাঁকে ঝাঁকে পাখি পুড়ছে
মাটি ভেঙে ভাসছে সিসার ফুল।
পাপড়ি পড়ে আছে উত্তেজনা বিহিন
কামনার্ত প্রজাপতির কানে
সঙ্গমহীন আর্তনাদের সুর।

এ কে এম আব্দুল্লাহ এ কে এম আব্দুল্লাহ Reviewed by Pd on জানুয়ারি ৩১, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.