তারাশংকর বন্দ্যোপাধ্যায়

তারাশংকর বন্দ্যোপাধ্যায়
 অশুদ্ধ আগুন 

প্রতিদিন যুদ্ধ হয়, প্রতিদিন অসহ্য আঘাত।
অশুদ্ধ আগুন খায় ফুল কুঁড়ি সব।

যুদ্ধে কোন জয় নেই,
রথের সারথি নেই।

ঘরে বাইরে পাশাখেলা, সুচতুর দান ফেলে
প্রতিদিন লোভী হাতে বস্ত্রহরণ।

প্রতিদিন পরম যত্নে গড়ি ব্রিডিং গ্রাউন্ড,
তারপর কঠোর শাস্তি চেয়ে আমরা ঘুমোতে যাই কন্যাটিকে মশারিতে রেখে।



তারাশংকর বন্দ্যোপাধ্যায় তারাশংকর বন্দ্যোপাধ্যায় Reviewed by Pd on ডিসেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.