কেয়ার অফ ধ্বংস
ভিড় পেতে রেখে তুমি উড়িয়েছ চিৎকার,
চৌকাঠে খৈ ফেলে পুড়িয়েছ শব ।
তোমার শরীরে যারা লিখেছিল বদনাম,
তাদের শাস্তি শেষে তোমার পরব ।
সিক্কার হেট-টেল ফেলে রেখে শয়তান
ছুটে যায় অধমের শ্রেণীতে ।
বিষদাঁত লুকিয়ে মুখ নেয় গভীরে,
শান দেয় নিজেদের ছেনিতে ।
তোমার তরোয়াল হাতে থাক চিরকাল,
ছেঁটে দিক তাদের ঐ বংশ ।
ধর্ষণ ও ধর্ষক যদি না নিভে যায়,
জারি থাক কেয়ার অফ ধ্বংস ।
ভিড় পেতে রেখে তুমি উড়িয়েছ চিৎকার,
চৌকাঠে খৈ ফেলে পুড়িয়েছ শব ।
তোমার শরীরে যারা লিখেছিল বদনাম,
তাদের শাস্তি শেষে তোমার পরব ।
সিক্কার হেট-টেল ফেলে রেখে শয়তান
ছুটে যায় অধমের শ্রেণীতে ।
বিষদাঁত লুকিয়ে মুখ নেয় গভীরে,
শান দেয় নিজেদের ছেনিতে ।
তোমার তরোয়াল হাতে থাক চিরকাল,
ছেঁটে দিক তাদের ঐ বংশ ।
ধর্ষণ ও ধর্ষক যদি না নিভে যায়,
জারি থাক কেয়ার অফ ধ্বংস ।
সুপম রায়
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৮, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৮, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন