সুব্রত নন্দী



 পরিচয়  

জন্মলগ্নের পরিচয় সবারই হয়,
পরিচয়ে ভেদাভেদ আমৃত্যু রয়
আজীবন বয়ে চলি কুন্ডলীনামা,
নিরন্তর বাধানিষেধের কঠিন জামা

পরিচয় পেয়েও জনমে অপরিচিত,
কিসের গরিমা মোরা শিক্ষিত?
সমাজকে আজও মেনেছি শ্বাশত,
ভেদাভেদ প্রথা আজও চর্চিত


সুব্রত নন্দী সুব্রত নন্দী Reviewed by Pd on ডিসেম্বর ০৭, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.