ধারাবাহিক
এমনটা রোজ ঘটে চলে
প্রতিক্ষণ অজুতে অজুতে –
মা বসুধা দ্বিধা হয় না তো
কোটাল বসেন খাতা হাতে।
মসি খবরের সন্ধানী –
রোমাঞ্চের ধারা-বিবরণী,
মতামতে নানা গুণীজন।
তাৎক্ষণিকতা মেনে লেখা,
সাময়িকতায় মনে রাখা;
তারপর ভোলা প্রয়োজন।
‘বলাৎকার’- প্রতিশব্দ বহু
সেগুলোও ব্যবহারে ক্লীশে।
তবু এর ধারাবাহিকতা
নতুন পুরোন মিলেমিশে!
এমনটা রোজ ঘটে চলে
প্রতিক্ষণ অজুতে অজুতে –
মা বসুধা দ্বিধা হয় না তো
কোটাল বসেন খাতা হাতে।
মসি খবরের সন্ধানী –
রোমাঞ্চের ধারা-বিবরণী,
মতামতে নানা গুণীজন।
তাৎক্ষণিকতা মেনে লেখা,
সাময়িকতায় মনে রাখা;
তারপর ভোলা প্রয়োজন।
‘বলাৎকার’- প্রতিশব্দ বহু
সেগুলোও ব্যবহারে ক্লীশে।
তবু এর ধারাবাহিকতা
নতুন পুরোন মিলেমিশে!
শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৮, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৮, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন