শুকনো লঙ্কা
এই ঘুঘু চড়া মাঠের মাঝখানে পুড়ছে
গুটি কয়েক শুকনো লঙ্কা
ভিলা পেরিয়ে যতটা প্রহর চলে যায়
কানের কাছে ধার করে শোনা
শব্দের ক্রমশ তীব্রতর হওয়া
আশেপাশে আশনাই আটক পড়েছিল কাল
আজন্ম গেলেও সার্চলাইট দেখাবে
শিয়ালপণ্ডিত কোনদিন দেবদারু পোঁতেনি
অথচ প্রকৃতি নিজস্ব ভাষা পাঠ করে
মুগুর নিয়ে ঘোড়া ডিঙিয়ে যাচ্ছে বন্দুকের নল
ঘাসবন ছেঁড়াছিঁড়ি উৎসব চলেছে
এবং গালজোড়া খ্যাতি ঘুরছে
মৃত্যুকূপের শেষ ট্র্যাকে
-
এই ঘুঘু চড়া মাঠের মাঝখানে পুড়ছে
গুটি কয়েক শুকনো লঙ্কা
ভিলা পেরিয়ে যতটা প্রহর চলে যায়
কানের কাছে ধার করে শোনা
শব্দের ক্রমশ তীব্রতর হওয়া
আশেপাশে আশনাই আটক পড়েছিল কাল
আজন্ম গেলেও সার্চলাইট দেখাবে
শিয়ালপণ্ডিত কোনদিন দেবদারু পোঁতেনি
অথচ প্রকৃতি নিজস্ব ভাষা পাঠ করে
মুগুর নিয়ে ঘোড়া ডিঙিয়ে যাচ্ছে বন্দুকের নল
ঘাসবন ছেঁড়াছিঁড়ি উৎসব চলেছে
এবং গালজোড়া খ্যাতি ঘুরছে
মৃত্যুকূপের শেষ ট্র্যাকে
-
রুমা ঢ্যাং অধিকারী
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৮, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৮, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন