রত্না দাশগুপ্ত

 রত্না দাশগুপ্ত
 টার্গেট  

দ্বিপাক্ষিক তর্জায় ডুবে যায়
বিচারের ক্ষীণ আর্তস্বর
প্রবল জারি থাকে মতানৈক্য
সমাজ চিরকালই জাতিস্মর

ধর্ষক না পোষাক? আদতে কে অন্যায়কারী?
নারী পুরুষ এই সময়টা সকলেই কৌঁসুলি
কাঠগড়ায় যখন সহজ টার্গেট
আসামী সেখানে নারীদেহ চাঁদমারী

দোষারোপের আঙুল লক্ষ্যভ্রষ্ট হয়না
সে দুহিতা চার হোক বা আশি
বর্বর এই সময়, নারী আত্মায় বলছি
তোমার ন্যায্য বিচার ফাঁসি




রত্না দাশগুপ্ত  রত্না দাশগুপ্ত Reviewed by Pd on ডিসেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.