মনোনীতা চক্রবর্তী

মনোনীতা চক্রবর্তী
   ধারা   

বুকের মাঝ গলি দিয়ে
আলতো করে পা টিপে
হেঁটে যায় ঘুম

বিজলিবাতির ভেতর সুখ
নাচ ঘরের উর্বর মুদ্রা
বুক পকেট থেকে ছো মেরে তুলে নেয় সর্বস্ব

সম্ভ্রান্ত জোছনা ঠোঁট জুড়োয়
পলিমাখা উঠোনে
তখন ডায়েরির ভাঁজে শুধু কোঁচকানো অতীত

তিরতির করে  ভেজা গায়ে ছুটে চলা
মূর্তির  চোখে চকচকে স্বপ্নের ভেতর
দেখতে পাচ্ছি আমারই মতো কাউকে
অথবা
আমাকেই ...




মনোনীতা চক্রবর্তী মনোনীতা চক্রবর্তী Reviewed by Pd on ডিসেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.