প্রভু ,আর কত
সময়ের নাভি ছিঁড়ে বেরিয়ে আসে যন্ত্রনা
রক্তক্ষরণ হয় পিশাচের আঙ্গুল ছুঁয়ে
যাকে নিয়ে চুমু খাবার কথা ছিলো সে এখন
না বড্ড কষ্ট হচ্ছে বলতে
পিশাচেরও বোধহয় মমত্ববোধ থাকে
গা দিয়ে এখনও গন্ধ যায়নি দুধের
এ কোন সময় গর্ভপাত করলে মহাকাল ?
নিরাপত্তাহীনতায় কাটছে আমাদের নিত্য যাপন
নিশ্চিন্ত হতে গিয়ে বার বার হোঁচট খাই
প্রভু ,আর কত নষ্ট করবে আমাদের শিশুমন ?
শুভাশিস দাশ
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৮, ২০১৭
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন