বর্ণালি বিশী



 জাফরানি প্রভাত 

সাবেকি ভোরের ভ্রূ যুগলের মাঝারে
বৈশাখের পোড়নরেখা –
দুই চোখের তলায় গণ্ডি টানা শ্রাবণ
মেঘের মেঘলা ছাউনি-
অধুনা রাত্তির নিষ্পাপ শরীরে
বিষাক্ত শীত ছোবলের গরল
চুঁইয়ে চুঁইয়ে পড়ে কুয়াশা’ মুখ লুকানো
মাঘী পূর্ণিমা’ লেন্সে।

রেবতী, বিশাখা, অনুরাধা ব্যস্ত
সুখ আঁকা গৃহকোণের সন্ধানে
শরৎপল্লির আনাচে কানাচে।
দূর্বাঘাসে তাজা হিমফোঁটার পাঁজরে
বরফ জমাট জাফরানি প্রভাত।

বর্ণালি বিশী বর্ণালি বিশী Reviewed by Pd on ডিসেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.