সমৃদ্ধ হলে ঋণ নিয়ে
তাই নাচঘরে আবার ঝাড়বাতি
আরামকেদারায় সুসময়
ঘুঙুরের ছমছম সুর বাতাসে
আকাশ জুড়ে নিরাভরন রাত নামে
উৎসবের আয়োজন করে
এসব দৃশ্যকল্পে বিভোর হয়ে
সুগন্ধি শব্দে সাজাও নতুন নাচঘর
শুধু ভুলে যাও ঋণমুল্য চোকাতে ।
।
অপর্ণা বসু
Reviewed by Pd
on
ডিসেম্বর ০৪, ২০১৭
Rating: 5
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন