শূন্যাঙ্ক
যেমন করে ড্রয়িং খাতার আকাশ জুড়ে প্যাস্টেল রামধনু ফুটিয়ে তুলতাম নিখুঁত
ঠিক তেমন করেই ভ্রম জেনেও রোজ তোমার আদরের গামছায় অপেক্ষার ঘাম মুছে নিই..
নরম কাঠের খোল ফাটিয়ে যেমন নিশ্চিন্তিতে বাদাম খুঁজে আনি
ঠিক তেমন করেই তোমার হারিয়ে যাওয়ার দরজায় সাজিয়ে রাখি গৃহপ্রবেশের ঘট
খানিক পরেই সম্বিৎ ফিরলে ভ্রমের ঘরের তালা খুলে
বুকের উপর ধবধবে সাদা কাপড় বিছিয়ে দেবো
তারপর দুধে আলতায় নিজের পায়ের ছাপ আঁকতে আঁকতে ক্রমশই এগিয়ে যাবো চৌকাঠের দিকে আজও রোজকার মতো..
কোনো না কোনো বিন্দুতে যে এ অঙ্ক মেলাতেই হবে, তাই উল্টো কর গুনতে গুনতে ঘুমের শ্লেটে মিলিয়ে ফেলি দশমিক শূন্যতা।।
যেমন করে ড্রয়িং খাতার আকাশ জুড়ে প্যাস্টেল রামধনু ফুটিয়ে তুলতাম নিখুঁত
ঠিক তেমন করেই ভ্রম জেনেও রোজ তোমার আদরের গামছায় অপেক্ষার ঘাম মুছে নিই..
নরম কাঠের খোল ফাটিয়ে যেমন নিশ্চিন্তিতে বাদাম খুঁজে আনি
ঠিক তেমন করেই তোমার হারিয়ে যাওয়ার দরজায় সাজিয়ে রাখি গৃহপ্রবেশের ঘট
খানিক পরেই সম্বিৎ ফিরলে ভ্রমের ঘরের তালা খুলে
বুকের উপর ধবধবে সাদা কাপড় বিছিয়ে দেবো
তারপর দুধে আলতায় নিজের পায়ের ছাপ আঁকতে আঁকতে ক্রমশই এগিয়ে যাবো চৌকাঠের দিকে আজও রোজকার মতো..
কোনো না কোনো বিন্দুতে যে এ অঙ্ক মেলাতেই হবে, তাই উল্টো কর গুনতে গুনতে ঘুমের শ্লেটে মিলিয়ে ফেলি দশমিক শূন্যতা।।
সুমনা পাল
Reviewed by Pd
on
নভেম্বর ২৮, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৮, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন