আজকের বিকেল আজকের বিকেলের মতোঅনেক বিকেল এমন ও হয় -স্মৃতির জাহাজ নোঙ্গর তোলে,বৃষ্টি তোমার পাড়ায় পা বাড়ায় ।নাগরিক, সংলাপ বাদ দিয়েআজ স্মৃতির দিকে চোখ রাখে।যে জাহাজ সতত নিরুদ্দেশ-বন্দর থেকে ঢেউ মাপে।বালুকাবেলায় মুঠোফোনে,তোমায় মনখারাপের ঝিনুক কুড়াই।নিম্নচাপ তো তোমায় চোখে,বুকে মুখ লুকালেই; বলে পালাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন