সুবীর সরকার

সুবীর সরকার
 প্লাবণ 

আর সেই সব জলে ডোবা ধানক্ষেত
ত্রানশিবিরে লুডু খেলছে শিশুরা
পোড়া মোবিলের গন্ধ। কাদায় পা গেঁথে
                           দাঁড়িয়ে থাকা
শালিক।

কত কত দিন পর ফিরে আসা
                          মনখারাপ!
নদীতে বোল্ডার ফেলার শব্দ
ভেসে যায় খেলনা বন্দুক
দম্পতীদের ঘুমের ভিতর প্লাবণ ঢুকে
                               পড়ে



সুবীর সরকার সুবীর সরকার Reviewed by Pd on নভেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.