১৫ নভেম্বর থেকে কলকাতার মোহরকুঞ্জ প্রাঙ্গণে ৭ম বাংলাদেশ বইমেলা।

ছবি : ইন্টারনেট থেকে

কলকাতার মোহরকুঞ্জ প্রাঙ্গণে শুরু হতে চলেছে ৭ম বাংলাদেশ বইমেলা। ১৫ নভেম্বর বিকেল ৪ টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। থাকবেন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়, শেখ হাসিনার মুখ্য সচিব ড. কামাল আবদুস নাসের চৌধুরী এবং পাবলিশার্স অ্যান্ড গিল্ড-এর সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।

এই বইমেলা ১৫ নভেম্বর শুরু হয়ে চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। মেলার সময়সূচি প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা এবং শনি-রবিবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। মেলামঞ্চে প্রতি সন্ধ্যায় থাকছে বিষয়ভিত্তিক সেমিনার, কবিতাপাঠ, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, কালকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, ঢাকার সম্মিলিত উদ্যোগে কলকাতায় ৭ম বাংলাদেশ বইমেলার আয়োজন করা হয়েছে। 

সূত্র : কলকাতা ২৪x৭



১৫ নভেম্বর থেকে কলকাতার মোহরকুঞ্জ প্রাঙ্গণে ৭ম বাংলাদেশ বইমেলা। ১৫ নভেম্বর থেকে কলকাতার মোহরকুঞ্জ প্রাঙ্গণে  ৭ম বাংলাদেশ বইমেলা। Reviewed by Pd on নভেম্বর ১৪, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.