অসমাপ্তি
অসমাপ্ত লেখা গুলো সারারাত জেগে থাকে
সারিবদ্ধভাবে বা কখনো ছড়িয়ে ছিটিয়ে,
যদি ঘুম এসে ফাঁকি দিয়ে যায়
দু একটা পাখির স্বর মিছি মিছি পাহারা দেয় তাদের,
যেন কিছুই অজানা নেই
শিশিরের মতো রাত নেমে আসে ধীরে
এমন গভীরতর রাত পৃথিবী বিরল।
খোলা জানালার কাছে হাওয়া এসে দাঁড়ালে,
পর্দা সরে যায় তফাতে
পালের হাওয়া এসে লাগে রাতের নৌকোয়।
কাগজের বিছানায় জমতে থাকে শীত
মিছিলে মেলানো পা শুধু নিশ্চল দাঁড়িয়ে থাকে,
রাত্রির কায়ায় চোখ ভিজে আবার শুকায়
লেখার বয়স বাড়ে অন্ধকারের মতো।
অসমাপ্ত লেখা গুলো সারারাত জেগে থাকে
সারিবদ্ধভাবে বা কখনো ছড়িয়ে ছিটিয়ে,
যদি ঘুম এসে ফাঁকি দিয়ে যায়
দু একটা পাখির স্বর মিছি মিছি পাহারা দেয় তাদের,
যেন কিছুই অজানা নেই
শিশিরের মতো রাত নেমে আসে ধীরে
এমন গভীরতর রাত পৃথিবী বিরল।
খোলা জানালার কাছে হাওয়া এসে দাঁড়ালে,
পর্দা সরে যায় তফাতে
পালের হাওয়া এসে লাগে রাতের নৌকোয়।
কাগজের বিছানায় জমতে থাকে শীত
মিছিলে মেলানো পা শুধু নিশ্চল দাঁড়িয়ে থাকে,
রাত্রির কায়ায় চোখ ভিজে আবার শুকায়
লেখার বয়স বাড়ে অন্ধকারের মতো।
সোমনাথ গুহ
Reviewed by Pd
on
নভেম্বর ২৮, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৮, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন