শর্মিষ্ঠা ঘোষ

শর্মিষ্ঠা ঘোষ
 উপক্রমণিকা 

পেরে যাচ্ছ দিব্যি। পেরে যাব আমিও। পারব না মনে হোত একদিন
ভাবনি বুঝি জোর করে ? ভেবেছি আসলে আমিও । এগোই নি কেউ
এই ক্রোধ সত্য। এই অভিমান মিথ্যে নয়। অনাবশ্যক ব্যস্ততা দেখাই দুজন
উপেক্ষা দেখাচ্ছ যেন । দেখাতে চাইছি আমিও। চুপচাপ পুড়ে যাচ্ছে দিন
জানো এসব সাময়িক । জানি অপেক্ষায় আছি। কে ডাকবে ইগো পেরিয়ে
দুদিন বাদে বাদে নটখট হয়। এবং মানভঞ্জন । আদরের উপক্রমণিকা সেসব ...





শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষ Reviewed by Pd on নভেম্বর ২৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.