সজল কুমার টিকাদার

 যে  দিন-রাতে 

পলিথিনের মত দিনগুলি
উড়ে যাচ্ছে ভারী হাওয়ায়।
আর,সীসা রাত
             এসে চেপে ধরছে
             হৃদয়ের ঘর দুয়ার।

তার সীমানাহীন পাঞ্জার চাপে
কেবল শোনা যায়
গোঙানোর স্বর।

সবাই চলে গেছে নিজের দেশে;
কেউ আলো হাতে দাঁড়িয়ে নেই
                         আর এই রাতে

চারিদিকে শুধু ঝলসে ওঠে অট্টহাসি
রক্তমাখা হাতে!



সজল কুমার টিকাদার সজল কুমার টিকাদার Reviewed by Pd on নভেম্বর ১১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.