বিপ্লব
শুদ্ধ বৃষ্টির পূর্বে একটা ঝড় প্রয়োজন
সর্বগ্রাসী অশান্ত ঢেউয়ের কিনারে কিনারে
স্থির বিপ্লব ব্যারিকেট প্রয়োজন
মশাল জ্বেলে যে রাত এগিয়ে যায়
ভোরের পথ প্রদর্শক হয়ে
তার গায়ে লাগেনা আপোষের তীক্ষ্ণ দাঁত
মহীয়ান সূর্য বিপ্লবের মস্তকে
এঁকে দেয় সার্থক চুম্বন
ক্ষুধার্ত জঠর অগ্নিতে শান্তির বারি বর্ষণে
আরো একবার বিপ্লবের বড় প্রয়োজন
শুদ্ধ বৃষ্টির পূর্বে একটা ঝড় প্রয়োজন
সর্বগ্রাসী অশান্ত ঢেউয়ের কিনারে কিনারে
স্থির বিপ্লব ব্যারিকেট প্রয়োজন
মশাল জ্বেলে যে রাত এগিয়ে যায়
ভোরের পথ প্রদর্শক হয়ে
তার গায়ে লাগেনা আপোষের তীক্ষ্ণ দাঁত
মহীয়ান সূর্য বিপ্লবের মস্তকে
এঁকে দেয় সার্থক চুম্বন
ক্ষুধার্ত জঠর অগ্নিতে শান্তির বারি বর্ষণে
আরো একবার বিপ্লবের বড় প্রয়োজন
রত্না দাশগুপ্ত আইচ
Reviewed by Pd
on
নভেম্বর ২৮, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৮, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন