ভাঙছে সব
১।
তোমার ক্ষেত্রভাবনার সাজ
কখন ভেঙ্গে খান খান
অনাবশ্যক অলঙ্কার ভেবে
ধর্মপাতাগুলি খুলে রাখা
চলাচলের ঢেউ গুলি তরঙ্গহীন
২।
হিমঘরে জমিয়ে রাখা উত্তাপে
সেঁকে রাখছি বিকল এফোরিজম
বোধজন্ম আটকে আছে
খাদের কিনারায়
চারপাশ শুধু কুয়াশা আড়াল
গভীর থেকে জেগে উঠছে খোঁয়াড়ি
বিপথগামী চোখ গুলি উজ্জ্বল
তেজস্ক্রিয় আলোয়
৩।
উত্তাপহীন মুঠোয় শুধুই বরফজল
ভেতর বোধে ভিজে থাকা নেই
প্রেমের ন্যায্যতায় কাঁটাবন
চৌকাঠে একক শূন্যতার ঘট
সামাজিক ডিসেকশনে
উঠে আসছে নেগেটিভিটি আর
অশ্লীলতার কাদাজল
৪।
টুকরো প্রতিশ্রুতির সাথে
দিনরাতের সহবাস
আড়াআড়ি ভাবে জীবজন্ম
স্বপ্নবিক্রেতার ঝুলিতে শুধুই
বিষাদপোষাক
মুদ্রাগুলি সাজানো নেই আর
তোমার আসার রেখায়
৫।
দূর থেকে দেখছ সর্বস্ব লুন্ঠন শুধু!
কখন পাঠাবে সেই আলোর ক্ষণমুহুর্ত
রাঙা হয়ে উঠবে আমার ধ্বস্ত বুক!
কখন ছেটাবে বিশ্রামজল
আমার ক্লান্ত চোখে!
উপসংহার ঃ-
একটিবার জন্ম হোক
দুটি গাছের মাঝে কিছু
স্বপ্নময় উপস্থিতি
আদরের সংরাগ
অভিভূত হয়ে যাই
নাড়া দিক সমগ্র ভূগোলে
১।
তোমার ক্ষেত্রভাবনার সাজ
কখন ভেঙ্গে খান খান
অনাবশ্যক অলঙ্কার ভেবে
ধর্মপাতাগুলি খুলে রাখা
চলাচলের ঢেউ গুলি তরঙ্গহীন
২।
হিমঘরে জমিয়ে রাখা উত্তাপে
সেঁকে রাখছি বিকল এফোরিজম
বোধজন্ম আটকে আছে
খাদের কিনারায়
চারপাশ শুধু কুয়াশা আড়াল
গভীর থেকে জেগে উঠছে খোঁয়াড়ি
বিপথগামী চোখ গুলি উজ্জ্বল
তেজস্ক্রিয় আলোয়
৩।
উত্তাপহীন মুঠোয় শুধুই বরফজল
ভেতর বোধে ভিজে থাকা নেই
প্রেমের ন্যায্যতায় কাঁটাবন
চৌকাঠে একক শূন্যতার ঘট
সামাজিক ডিসেকশনে
উঠে আসছে নেগেটিভিটি আর
অশ্লীলতার কাদাজল
৪।
টুকরো প্রতিশ্রুতির সাথে
দিনরাতের সহবাস
আড়াআড়ি ভাবে জীবজন্ম
স্বপ্নবিক্রেতার ঝুলিতে শুধুই
বিষাদপোষাক
মুদ্রাগুলি সাজানো নেই আর
তোমার আসার রেখায়
৫।
দূর থেকে দেখছ সর্বস্ব লুন্ঠন শুধু!
কখন পাঠাবে সেই আলোর ক্ষণমুহুর্ত
রাঙা হয়ে উঠবে আমার ধ্বস্ত বুক!
কখন ছেটাবে বিশ্রামজল
আমার ক্লান্ত চোখে!
উপসংহার ঃ-
একটিবার জন্ম হোক
দুটি গাছের মাঝে কিছু
স্বপ্নময় উপস্থিতি
আদরের সংরাগ
অভিভূত হয়ে যাই
নাড়া দিক সমগ্র ভূগোলে
মন্দিরা ঘোষ
Reviewed by Pd
on
নভেম্বর ২৮, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
নভেম্বর ২৮, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন