নাছোড় বৃষ্টি
দুপুর হতেই মেঘের আলাপ, হাওয়ায় নিখুঁত নিম্নচাপ;
থমকে আছে ব্যস্ত ট্রাফিক, জমছে মনে ছায়ায় খাপ।
পথের পাশে বিড়াল ছানা, ঘাড় ঘুড়িয়ে পথ পেরায়;
বর্ষাকালটা বড়োই নাছোড়, রাস্তা ভুলে চোখ রাঙায়।
হেডফোনে এলোমেলো তুমি, হঠাৎ রাত্রি এসে হাত বুলায়;
ট্রেন ফেল করে ঘরে আসে মৌসুমী, নেমপ্লেট সেঁটে ঘুমতে যায়।
বৃষ্টির শেষে বৃষ্টি পড়ছে শুধু, মেঘেদের অবরোধে দিন পালায়;
সূর্যের চশমা বাঁপাশে রেখে, বৃষ্টিমানুষরা নদী ভাসায়।
সুদীপ দাস
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন