দৃশ্যাবলী যখন গৈরিক
হেমন্তের বেলা পড়ে এলে
আলোছায়ার আলোয়ান জড়নো আকাশ
গৈরিক ত্যাগের খই ছড়ায় বুকের ভেতর ;
মনউঠোনের দাঁড়ে বসা পোষা টিয়াপাখি টি
'ব্রহ্ম সত্য জগত মিথ্যা' ...বুলি আওড়ায় ;
গুঁড়োগুঁড়ো হিমেল হাওয়ায় বৈরাগীর একতারা---
জানলার নিবিড় কোণ
আসমানী মেঘ ভাসানো পর্দা
জলচৌকি..পূজোর বাসন , মঙ্গলশাঁখ
দুহাজার স্কোয়ারফিটে পঁয়ত্রিশ বছরের স্মৃতি..
নির্মোহ দৃষ্টিতে চেয়ে থাকে ;
'যাই যাই' উৎসব উদযাপনের প্রস্তুতি
কখন যেন শুরু হয়ে যায় মনের ভাঙাচোরা মঞ্চে
কলিংবেলে গায়ত্রী মন্ত্র বেজেই চলে..
হেমন্তের বেলা পড়ে এলে
আলোছায়ার আলোয়ান জড়নো আকাশ
গৈরিক ত্যাগের খই ছড়ায় বুকের ভেতর ;
মনউঠোনের দাঁড়ে বসা পোষা টিয়াপাখি টি
'ব্রহ্ম সত্য জগত মিথ্যা' ...বুলি আওড়ায় ;
গুঁড়োগুঁড়ো হিমেল হাওয়ায় বৈরাগীর একতারা---
জানলার নিবিড় কোণ
আসমানী মেঘ ভাসানো পর্দা
জলচৌকি..পূজোর বাসন , মঙ্গলশাঁখ
দুহাজার স্কোয়ারফিটে পঁয়ত্রিশ বছরের স্মৃতি..
নির্মোহ দৃষ্টিতে চেয়ে থাকে ;
'যাই যাই' উৎসব উদযাপনের প্রস্তুতি
কখন যেন শুরু হয়ে যায় মনের ভাঙাচোরা মঞ্চে
কলিংবেলে গায়ত্রী মন্ত্র বেজেই চলে..
শ্রীলেখা মুখার্জ্জী
Reviewed by Pd
on
অক্টোবর ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন