চাঁদের মুকুট
পাঠসমগ্রের ভেতর ও বাইরে থেকে
বেরিয়ে আসে এক একটা মুখ ও পেনের মুখোশ
লুপলাইন থেকে যে হ্যালুসিনেশন তৈরি হয়
আমরা নীরবতা থেকে নীড় খসিয়ে
অরণ্যের পথে হাঁটি
আমার আলমারির প্রিয় বাদ্য সেতার
এবং প্রতিটা শাড়ি রোজ
গল্পের কপালে চাঁদের মুকুট পড়ায়
অভ্যাস থেকে রোজ দাসীবৃত্তি করে চলেছি
ঘিয়ের চামচের কথা কেউ মনে রাখে না...
পাঠসমগ্রের ভেতর ও বাইরে থেকে
বেরিয়ে আসে এক একটা মুখ ও পেনের মুখোশ
লুপলাইন থেকে যে হ্যালুসিনেশন তৈরি হয়
আমরা নীরবতা থেকে নীড় খসিয়ে
অরণ্যের পথে হাঁটি
আমার আলমারির প্রিয় বাদ্য সেতার
এবং প্রতিটা শাড়ি রোজ
গল্পের কপালে চাঁদের মুকুট পড়ায়
অভ্যাস থেকে রোজ দাসীবৃত্তি করে চলেছি
ঘিয়ের চামচের কথা কেউ মনে রাখে না...
রুমা ঢ্যাং অধিকারী
Reviewed by Pd
on
অক্টোবর ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন