পিয়ালী বসু

পিয়ালী বসু
 ঘ্রাণ 

শীত আসছে
প্রতিটি শীতেই ভাবি, এবার একটা ওভারকোট কিনে নেবো
সিন্যামন্ কালারের , যেখানে প্রাচীন কর্পূর আর স্বপ্নের দ্রবণে মিশে থাকবে আমার ছেড়ে আসা ভালবাসা

কিন্তু আদতে তা আর হয় না । প্রাত্যহিক আলো ফোটার আগেই মৃত্যু হয় সেই একক পাখিটির , যার তুলতুলে পশমের রঙ ছিলো আমার ছোটবেলার ড্রয়িং বুকের ইয়েলো-অকারের মতো ।

এখন অসময়ে বাস করি , তাই ওভারকোটের বন্ধ বোতাম ঘিরে , ধীরে ধীরে পাল্টাতে থাকি আমি । শরীরের গভীরতম প্রদেশেও আজকাল তীক্ষ্ণ হয়ে ওঠে না ... খোলামেলা নক্ষত্রের বোঁটা ।

ভালবাসা মরে যায় , পাঁজরের খাঁজে
ছায়া সম্ভাবনার অনন্ত ট্রাপিজিয়ামে

পিয়ালী বসু পিয়ালী বসু Reviewed by Pd on অক্টোবর ২৬, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.