"বিজয়া -দশমী "
নীলকন্ঠ তুই যা রে উড়ে যা রে
বল গে গিয়ে ভোলামহেশ্বরে ,
চারটি দিন ওই বাপের বাড়ি থেকে
একটু পরেই মা ফিরিবেন ঘরে ॥
বছরে তো চারটি দিনের তরে
মর্ত্যধামে আসেন একটিবার ,
আমরা থাকি কেবল আশায় আশায়
কখন হবে আসার সময় তাঁর ॥
দুঃখ -কষ্ট হাজার রকম নিয়ে
থাকি জেরবার সারা বছরভোর ,
মা আসেন ওই দুখহারিণী হয়ে
দেন ঘুচিয়ে সকল আঁধার ঘোর ॥
যাই ভুলে সব বিবাদ -বিষম্বাদ ,
দিই ভেঙে সব বিভেদ পাঁচিল যত ,
সুখের পানসি ছোটাই দিকবিদিক
ওই চারটি দিন আমরা ইচ্ছেমত ॥
কাল থেকে ফের লড়াই হবে জারি ,
আনতে রে নূন পান্তা হবে শেষ ,
ভাববো বসে চারটি দিনের কথা
চোখের জলে ভাসবে গণ্ডদেশ ॥
পীযূষ কান্তি দাস
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৭
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন