যে ত্যাগ বীজ হয়ে ওঠে
আমাদের মুখ থেকে,নেমে আসা ভাঙ্গা ভাঙ্গা নামতার নি:শ্বাস - শুষে নিতে নিতে ; একদিন, ফলন্ত বৃক্ষ - শুকিয়ে যায়। বাঁচার সূত্র মাথায় রেখে,শ্বাস-প্রশ্বাসের ফাঁক ফোঁকরে আমাদের জন্য পুঁতে রাখে ত্যাগের বিস্মিত শব্দবীজ। রাতের শেষে সেই বীজ থেকে ওঠে আসে দুটি উদ্যত সবুজ হাত। আমরা অভিভুত হই। আর বুকের ছাদে তুলে রাখি আগামী আনন্দ।
আমরা যারা আকাশ দেখতে ভালবাসি ; আমরা সাহসী হয়ে ওঠি। আমাদের সাহস কলমে রুপান্তরিত হতে থাকে। আর আমরা চারপাশের জঙ্গল কেটে পুঁতে দিই সেই অংকুরিত বীজ।
অত:পর,আকাশ ছুঁয়ার প্রত্যয় নিয়ে বীজগুলো বৃক্ষে রুপান্তরিত হতে থাকে। আর তার ডাল-পালা থেকে বিচ্ছুরিত হতে থাকে সবুজ ছায়া। আমরা সেই নির্মল ছায়া মেখে নিজেকে প্রস্তুত করি - এক পৃথিবী আগামীর জন্য।
আমরা যারা আকাশ দেখতে ভালবাসি ; আমরা সাহসী হয়ে ওঠি। আমাদের সাহস কলমে রুপান্তরিত হতে থাকে। আর আমরা চারপাশের জঙ্গল কেটে পুঁতে দিই সেই অংকুরিত বীজ।
অত:পর,আকাশ ছুঁয়ার প্রত্যয় নিয়ে বীজগুলো বৃক্ষে রুপান্তরিত হতে থাকে। আর তার ডাল-পালা থেকে বিচ্ছুরিত হতে থাকে সবুজ ছায়া। আমরা সেই নির্মল ছায়া মেখে নিজেকে প্রস্তুত করি - এক পৃথিবী আগামীর জন্য।
এ কে এম আব্দুল্লাহ
Reviewed by Pd
on
অক্টোবর ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন