না লেখা চিঠির ভাঁজে
আমাদের পরিচয় আছে
আমাদের পরিচিতি নেই,
পাশাপাশি মিছিলে হাঁটিনি,
একসাথে হেসে ওঠা, টলমলো দীঘি জলে লম্বা সাঁতার,
এরকম হয়নি কখনও।
আমাদের মাঝখানে চৈত্রের খড়কুটো ভেসে ভেসে নেচে নেচে গেছে,
আমাদের চলে যাওয়া আছে,
আমাদের চলাচল নেই,
না লেখা সমস্ত চিঠি কোথাও পৌঁছে গেছে
মনোমত অক্ষর বসিয়ে।
আমাদের ছায়াপথ আছে,
আমাদের আলোছায়া নেই।
আমাদের আবেদন আছে,
আমাদের আবাহন নেই।
আমাদের কথাগুলি মুছে গেছে না লেখা চিঠির ভাঁজে ভাঁজে।
আমাদের পরিচয় আছে
আমাদের পরিচিতি নেই,
পাশাপাশি মিছিলে হাঁটিনি,
একসাথে হেসে ওঠা, টলমলো দীঘি জলে লম্বা সাঁতার,
এরকম হয়নি কখনও।
আমাদের মাঝখানে চৈত্রের খড়কুটো ভেসে ভেসে নেচে নেচে গেছে,
আমাদের চলে যাওয়া আছে,
আমাদের চলাচল নেই,
না লেখা সমস্ত চিঠি কোথাও পৌঁছে গেছে
মনোমত অক্ষর বসিয়ে।
আমাদের ছায়াপথ আছে,
আমাদের আলোছায়া নেই।
আমাদের আবেদন আছে,
আমাদের আবাহন নেই।
আমাদের কথাগুলি মুছে গেছে না লেখা চিঠির ভাঁজে ভাঁজে।
তারাশংকর বন্দ্যোপাধ্যায়
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন