কাগজের নৌকা
বর্ষা এলেই কাগজের নৌকা মনে পড়ে।
খাতার শেষ পাতারও তাই ইচ্ছা।নিয়তিও।
চার পাঁচ দশক সাঁতরে কেউ গোল্ড মেডেল,
কারও দুই হাতে পাখনা গজিয়েছে।
কেউ মারমেড।নাম তুলেছে লিমকা বুক
অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ।
মেটামরফোসিস। জেগে উঠেছে পূর্ণাঙ্গ লেজও।
তবু সবাই পাটনির খোঁজ করে।
খেরন মাঝি।অথবা ইশ্বরী।
পার করবে দয়াল। দুর্বার নদী।অন্ধকার।
রেয়ার স্পেসিসগুলো বেছে রেখেছে
পক্ষপাতদুষ্ট নোয়ারা...
জোড়ায় জোড়ায়।
পাড়ের কড়ির ব্যালেন্স শিট কষছি শেষ পাতায়...
বানিয়ে নৌকা ভাসিয়ে নালিতে, ডুবছে প্যাসেঞ্জার...
ন্যেতিয়ে পড়ে সারাবেলা...
খাতায় শুধুই শূণ্য লেখা...
সুদীপ ব্যানার্জী
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ০৯, ২০১৭
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন