নদী
বুকে বইছিস তির তিরিয়ে নদী
চাইনা তোকে কোন কষ্টে বাঁধি
কূলের বাঁধন খুলেই দিলাম মন
ছাপাস আমায় আকুল আকাঙ্খায়
ডাক দিচ্চ্ছি প্রিয় নামটি ধরে
সমস্ত দিন সকাল সন্ধ্যে বেলা
জীবন আমার যেমন খুশি ভাসাস
ঢেউ এর শীষে তুলে দিলাম নাও
হাল ধরিনি পালও ছন্নছাড়া
বাঁধটি ছিল তাকেও তুলে নিলাম
নদী রে তুই আপন পারা চল
কষ্ট সুখের নষ্ট অসুখ সাথে...
নদীর জলে প্রতিবিম্ব কাদের ?
ছিল আছে সঙ্গে থাকে যারা ?
আবছা কেন ? ভুলে যাচ্ছি নাকি ?
তোর পিরীতেই ডুবে মরলাম শেষে ?
বুকে বইছিস তির তিরিয়ে নদী
চাইনা তোকে কোন কষ্টে বাঁধি
কূলের বাঁধন খুলেই দিলাম মন
ছাপাস আমায় আকুল আকাঙ্খায়
ডাক দিচ্চ্ছি প্রিয় নামটি ধরে
সমস্ত দিন সকাল সন্ধ্যে বেলা
জীবন আমার যেমন খুশি ভাসাস
ঢেউ এর শীষে তুলে দিলাম নাও
হাল ধরিনি পালও ছন্নছাড়া
বাঁধটি ছিল তাকেও তুলে নিলাম
নদী রে তুই আপন পারা চল
কষ্ট সুখের নষ্ট অসুখ সাথে...
নদীর জলে প্রতিবিম্ব কাদের ?
ছিল আছে সঙ্গে থাকে যারা ?
আবছা কেন ? ভুলে যাচ্ছি নাকি ?
তোর পিরীতেই ডুবে মরলাম শেষে ?
শর্মিষ্ঠা ঘোষ
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন