রিংকু কর্মকার চৌধুরী

রিংকু কর্মকার চৌধুরী
 বিষ 

উন্মুক্ত আবর্জনা।
সরিয়ে ফেলা আস্তরণে ক্ষুদ্র মনন ।
অকারণ পিছুটান মানে শুধুই অজ্ঞাতবাস।

পয়গম্বরের দিব্বি।
এক একদিন,
রাতে ভোজবাজি চলে নক্ষত্রপথে।
আমি নিজেকে রক্তাক্ত করি
শরীর ধোয়া নোংরায়।
ভোর রাতের খোয়াব,
আসলে সন্ধ্যে রাতের আতরঘ্রান বেশ্যাবৃত্তি।

আমি বিনিময় প্রথায় বিকিয়ে দিয়ে নিজেকে
পায়ের ধুলোয়।।



রিংকু কর্মকার চৌধুরী রিংকু কর্মকার চৌধুরী Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.