নাসির ওয়াদেন

নাসির ওয়াদেন
 আগমনী 

রাতেদের প্রসব বেদনা উঠলেই
ডেকে ওঠে রাতচোরা পাখি

মিস্টি বাতাস  নবজাতকের সংবাদ
ছড়িয়ে দেয় ধ্রুবতারার দেশে
জননীর ছন্নছাড়া আবেগ মাটিতে ভাসে ---

এক অলিঙ্গ ফুল বাসরঘর সাজাতেই ব্যস্ত      

মধ্যাহ্নের ভাঙাচোরা ব্যথাগুলি
গনগনে আগুনের চোরাফাঁদে
সেঁকে নিচ্ছে নড়বড়ে আকাশের চাঁদ --

প্যারাসিটামল আর আইবুপ্রোফেন এরা      
একসাথে বালিশের তলায়
হামাগুড়ি দেয় কৌশিকী অমাবস্যা•••

জোৎস্না সরল বিশ্বাসে আঁকে নীরবতা
ঝড়-জল ক্লান্ত , বড্ড একাকী ---

অদ্ভূত খন্ড খন্ড মেঘের বিচিত্র তৈলচিত্র
শরতের ডাক শুনে কাশফুল হাসে

আগমনী গান শুধু নৈরাশ্যের পতন ডেকে আনে।

           

নাসির ওয়াদেন নাসির ওয়াদেন  Reviewed by Pd on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.