আগমনী
রাতেদের প্রসব বেদনা উঠলেই
ডেকে ওঠে রাতচোরা পাখি
মিস্টি বাতাস নবজাতকের সংবাদ
ছড়িয়ে দেয় ধ্রুবতারার দেশে
জননীর ছন্নছাড়া আবেগ মাটিতে ভাসে ---
এক অলিঙ্গ ফুল বাসরঘর সাজাতেই ব্যস্ত
মধ্যাহ্নের ভাঙাচোরা ব্যথাগুলি
গনগনে আগুনের চোরাফাঁদে
সেঁকে নিচ্ছে নড়বড়ে আকাশের চাঁদ --
প্যারাসিটামল আর আইবুপ্রোফেন এরা
একসাথে বালিশের তলায়
হামাগুড়ি দেয় কৌশিকী অমাবস্যা•••
জোৎস্না সরল বিশ্বাসে আঁকে নীরবতা
ঝড়-জল ক্লান্ত , বড্ড একাকী ---
অদ্ভূত খন্ড খন্ড মেঘের বিচিত্র তৈলচিত্র
শরতের ডাক শুনে কাশফুল হাসে
আগমনী গান শুধু নৈরাশ্যের পতন ডেকে আনে।
রাতেদের প্রসব বেদনা উঠলেই
ডেকে ওঠে রাতচোরা পাখি
মিস্টি বাতাস নবজাতকের সংবাদ
ছড়িয়ে দেয় ধ্রুবতারার দেশে
জননীর ছন্নছাড়া আবেগ মাটিতে ভাসে ---
এক অলিঙ্গ ফুল বাসরঘর সাজাতেই ব্যস্ত
মধ্যাহ্নের ভাঙাচোরা ব্যথাগুলি
গনগনে আগুনের চোরাফাঁদে
সেঁকে নিচ্ছে নড়বড়ে আকাশের চাঁদ --
প্যারাসিটামল আর আইবুপ্রোফেন এরা
একসাথে বালিশের তলায়
হামাগুড়ি দেয় কৌশিকী অমাবস্যা•••
জোৎস্না সরল বিশ্বাসে আঁকে নীরবতা
ঝড়-জল ক্লান্ত , বড্ড একাকী ---
অদ্ভূত খন্ড খন্ড মেঘের বিচিত্র তৈলচিত্র
শরতের ডাক শুনে কাশফুল হাসে
আগমনী গান শুধু নৈরাশ্যের পতন ডেকে আনে।
নাসির ওয়াদেন
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন