দূর্গতিনাশিনী
আগমনী সুর বাজলে যখন
ধরায় আসেন মা গৌরী
কলমের ডগা ভাঙ্গতে তখন
কম তো রক্তক্ষয় হয়নি!
রাবনের আজও দশটা মাথা
দশদিকে ছুটে চলে
গৌরী আজ শান্ত নিথর
শুধু ত্রিনয়ন তার জ্বলে
মহাকাব্য যেদিন বাস্তব হবে
সংকেতের মানে যাবে হারিয়ে
গৌরীও তখন ত্রিশূল বেঁধাবে
দশানন ঘুরিয়ে ঘুরিয়ে।
শরতের আকাশ নীল আর নয়
মেঘের রঙ লাল কমলা
কাশফুল কেটে কলমের ফলা
হননের স্মৃতি মোছা যাবে না।
সব ভাসানে মাটি গলে যায়
তবু কাঠামোটা জেগে ওঠে
মিছিলের স্রোতে প্রান বেঁচে থাকে
ছাই আজ আকাশকে দিয়েছে ঢেকে।
মৃত্যুর ফাঁদ পারেনি শুকোতে
কলমের নীল কালি
অক্ষর শুধু অমরই হয়নি
নিঃশব্দে হেনেছে তরবারি।
আগমনী সুর বাজলে যখন
ধরায় আসেন মা গৌরী
কলমের ডগা ভাঙ্গতে তখন
কম তো রক্তক্ষয় হয়নি!
রাবনের আজও দশটা মাথা
দশদিকে ছুটে চলে
গৌরী আজ শান্ত নিথর
শুধু ত্রিনয়ন তার জ্বলে
মহাকাব্য যেদিন বাস্তব হবে
সংকেতের মানে যাবে হারিয়ে
গৌরীও তখন ত্রিশূল বেঁধাবে
দশানন ঘুরিয়ে ঘুরিয়ে।
শরতের আকাশ নীল আর নয়
মেঘের রঙ লাল কমলা
কাশফুল কেটে কলমের ফলা
হননের স্মৃতি মোছা যাবে না।
সব ভাসানে মাটি গলে যায়
তবু কাঠামোটা জেগে ওঠে
মিছিলের স্রোতে প্রান বেঁচে থাকে
ছাই আজ আকাশকে দিয়েছে ঢেকে।
মৃত্যুর ফাঁদ পারেনি শুকোতে
কলমের নীল কালি
অক্ষর শুধু অমরই হয়নি
নিঃশব্দে হেনেছে তরবারি।
নন্দিনী পাল
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন