জ্বলন্ত সভ্যতা
এ কোন সভ্যতাতে দাঁড়িয়ে আমরা
যেখানে ক্ষুধা নিয়ে পথে পথে ঘোরে
নির্বাক ক্ষুধার্ত শিশু ।
অমানবিকতার পদাঘাতে ছিটকে পরে
কত নিরপরাধ শৈশব ।
সভ্যতার জ্বলন্ত লাভায় পুড়ে ছাই হয়
নিষ্পাপ কোমল হৃদয় ।
কালের হিংস্র দানবের আঁচরে ঝরে পরে
বুকের তাজা রক্ত ।
পাষন্ডদের চক্ষু-তৃষ্নায় ধর্ষিত হয়
কত অগনিত প্রাণ ।
স্বপ্নভরা সুন্দর পৃথিবীতে নেমে আসে
বিভীষিকাময় অন্ধকার ।
বোবা মানবতার কষাঘাতে থেমে যায়
অজস্র স্পন্দন ।
সদ্য ফোটা কিশলয় হারিয়ে যায় আজ
মৃত মিছিলের ভিড়ে ।
এ কোন সভ্যতাতে দাঁড়িয়ে আমরা !!
এ কোন সভ্যতাতে দাঁড়িয়ে আমরা
যেখানে ক্ষুধা নিয়ে পথে পথে ঘোরে
নির্বাক ক্ষুধার্ত শিশু ।
অমানবিকতার পদাঘাতে ছিটকে পরে
কত নিরপরাধ শৈশব ।
সভ্যতার জ্বলন্ত লাভায় পুড়ে ছাই হয়
নিষ্পাপ কোমল হৃদয় ।
কালের হিংস্র দানবের আঁচরে ঝরে পরে
বুকের তাজা রক্ত ।
পাষন্ডদের চক্ষু-তৃষ্নায় ধর্ষিত হয়
কত অগনিত প্রাণ ।
স্বপ্নভরা সুন্দর পৃথিবীতে নেমে আসে
বিভীষিকাময় অন্ধকার ।
বোবা মানবতার কষাঘাতে থেমে যায়
অজস্র স্পন্দন ।
সদ্য ফোটা কিশলয় হারিয়ে যায় আজ
মৃত মিছিলের ভিড়ে ।
এ কোন সভ্যতাতে দাঁড়িয়ে আমরা !!
অমরজিৎ মন্ডল
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন