মঞ্চে কবি...
[কবির প্রবেশ]
অধীর হয়ে বসে আছেন মঞ্চে আসবে 'কবি'
নতুন কথা বলব কি আর জানেনই তো সবই
শুধু কলমটাকে অস্ত্র ক'রে একটুখানি ভাবি--
স্বাধীনতা তুমি পরমায়ু লাভ কর
বেঁচে থাকো কলমে কলমে
কথা দাও, তুমি শিশু হয়ে হাত পাতবে না
কথা দাও, বাঁচবে তবু হাল ছাড়বে না
স্বাধীনতা, তুমি দুরন্ত হও
বেঁচে থাকো প্রতিটি প্রাণের উদ্দীপনায়
কথা দাও,হবে না পিষে যাওয়া সংবাদ
কথা দাও,ঘোষণা করবে অকুন্ঠ প্রতিবাদ
স্বাধীনতা, তুমি হও বুলেটের দাগহীন
বেঁচে থাকো একটা গাছ হ'য়ে
কথা দাও, ওম ছড়াবে পাতার দলে
কথা দাও, গান গাইবে ঋতুর কোলে
স্বাধীনতা, তুমি জল হও
বেঁচে থাকো শিল্পীর সব রঙে
কথা দাও,মুছে দেবে দাগ দ্বেষের
কথা দাও, ছবি আঁকবে শুধুই প্রেমের
স্বাধীনতা আজ তোমায় আহবান জানাই আবারো
তীব্র-তুফান,দু:সহ -দুর্বার,মননে মোদের আঠারো...
[কবির প্রস্থান]
[কবির প্রবেশ]
অধীর হয়ে বসে আছেন মঞ্চে আসবে 'কবি'
নতুন কথা বলব কি আর জানেনই তো সবই
শুধু কলমটাকে অস্ত্র ক'রে একটুখানি ভাবি--
স্বাধীনতা তুমি পরমায়ু লাভ কর
বেঁচে থাকো কলমে কলমে
কথা দাও, তুমি শিশু হয়ে হাত পাতবে না
কথা দাও, বাঁচবে তবু হাল ছাড়বে না
স্বাধীনতা, তুমি দুরন্ত হও
বেঁচে থাকো প্রতিটি প্রাণের উদ্দীপনায়
কথা দাও,হবে না পিষে যাওয়া সংবাদ
কথা দাও,ঘোষণা করবে অকুন্ঠ প্রতিবাদ
স্বাধীনতা, তুমি হও বুলেটের দাগহীন
বেঁচে থাকো একটা গাছ হ'য়ে
কথা দাও, ওম ছড়াবে পাতার দলে
কথা দাও, গান গাইবে ঋতুর কোলে
স্বাধীনতা, তুমি জল হও
বেঁচে থাকো শিল্পীর সব রঙে
কথা দাও,মুছে দেবে দাগ দ্বেষের
কথা দাও, ছবি আঁকবে শুধুই প্রেমের
স্বাধীনতা আজ তোমায় আহবান জানাই আবারো
তীব্র-তুফান,দু:সহ -দুর্বার,মননে মোদের আঠারো...
[কবির প্রস্থান]
উদয় সাহা
Reviewed by Unknown
on
আগস্ট ৩১, ২০১৭
Rating:
Reviewed by Unknown
on
আগস্ট ৩১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন