সঞ্জয় মণ্ডল

সঞ্জয় মণ্ডল
 সাত দশক পেরিয়ে 

সে জয়ধ্বনি আজও কানে বাজে।
প্রথম যৌবনের প্রথম উন্মাদনা
প্রথম বার স্পর্শ করবার অনুভূতি
ঘন হয়ে আসা নিশ্বাস, চোখ ঠিকরে রক্ত বিজয়
আগুন স্রোতে সাঁত্রে যাওয়ার তীব্র স্পৃহা।

তোমার বুকে জমে থাকা পাথর উড়ে যায় এক ফুৎকারে।
ভেসে আসে বিজয়ের চিৎকার!

এ ভাবেই ছুঁয়ে থাকো দেশ, ছুঁয়ে থাকো স্বাধীনতা
তুমি ছুঁলে সারা পৃথিবী শুষে নিতে পারি এক চুমুকেই।




সঞ্জয় মণ্ডল সঞ্জয় মণ্ডল Reviewed by Unknown on আগস্ট ৩১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.