এক টুকরো অন্ধকার
বেনো জল ঢুকে চৌকাঠ ভেঙেছে
ছিটকানি খুলে দেখি ভূতপ্রেত নাচে।
সদর দরজা যুদ্ধ করছে, ঝোড়ো রাতে
একটা উলঙ্গ আঁধার খামচে ধরেছে আমাকে।
তরোয়াল নাচে
হুলুস্থুলু আলোর শহরে
একফালি চাঁদ ডুবে যায়
তরল আঁধারে।
জল-বিভাজিকা দেখে নীরবে
জলের সম্প্রীতি
নদীর ধুলোটে,
ত্রস্ত পাখি ডানা ঝাপটায়
কিউমুলোনিম্বাস মেঘের পালকে।
মানচিত্র খুটে খায় নখুটে বিড়ালে
বোবা কথা রাত জাগে,
খই হয়ে ফুটবে বলে
সূর্য সকালে।
বেনো জল ঢুকে চৌকাঠ ভেঙেছে
ছিটকানি খুলে দেখি ভূতপ্রেত নাচে।
সদর দরজা যুদ্ধ করছে, ঝোড়ো রাতে
একটা উলঙ্গ আঁধার খামচে ধরেছে আমাকে।
তরোয়াল নাচে
হুলুস্থুলু আলোর শহরে
একফালি চাঁদ ডুবে যায়
তরল আঁধারে।
জল-বিভাজিকা দেখে নীরবে
জলের সম্প্রীতি
নদীর ধুলোটে,
ত্রস্ত পাখি ডানা ঝাপটায়
কিউমুলোনিম্বাস মেঘের পালকে।
মানচিত্র খুটে খায় নখুটে বিড়ালে
বোবা কথা রাত জাগে,
খই হয়ে ফুটবে বলে
সূর্য সকালে।
বিদ্যুৎ রাজগুরু
Reviewed by Pd
on
আগস্ট ০৩, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ০৩, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন