কিশোর কবির ছাড়পত্র
কথিত যৌবনের দুঃসহ জ্বালাগুলি আছে জমে বুকে
প্রতিবাদী মানুষের কণ্ঠ-রোধ করে অগণতান্ত্রিক লিপ্সারা
কর্মহীনতার আগুন ছড়িয়েছে মাঠে ময়দানে সম্মুখে
উঠে দাঁড়ানোর শিরদাঁড়া ভাঙা, মৃতপ্রায় ইপ্সারা।
জাতি,ধর্ম, বর্ণ ভাষা আর সামাজিক বিন্যাসে
জাতিসত্ত্বার নামে ইতিহাস কলুষিত করে কেহ কেহ
অবক্ষয় চারিদিকে, শ্রেণী সংগ্রামের ইতিহাসে
আবেগ আগ্রহ নেই, ক্ষয়িষ্ণুতায় আক্রান্ত সারা দেহ।
তুমি চেয়েছিলে, শোষণহীন এক সুস্থ সমাজ
সাম্যবাদের বাণী ঘোষিত তোমার ইস্তাহারে
মুখ ঢাকা বিনগ্ন সামাজিকতা করে বিরাজ,
রক্ষণশীলতা জেগে ওঠে পরিবারে পরিবারে ।
সাম্যবাদ ভুলে গেছে ওরা, অসাম্যের ধ্বজা তুলে
লুটেরা বাহিনী বীরদর্পে তোলে তাদের কণ্ঠ ধ্বনি
মরেও আছি বেঁচে, মানুষ মানুষকে গেছে ভুলে
স্বার্থপরতা,মেকি উদারতা দেখাতেই শুধু জানি ।
অত্যাচার আর শোষণ বাড়তে বাড়তে একদিন
সাম্যবাদী ছাড়পত্রে পৃথিবী শোধবে সবার ঋণ ।।
স্বাধীনতা
স্বাধীনতা মানে মুক্ত বাতাস
স্বাধীনতা শুধুই সরল বিশ্বাস
বিবেকানন্দ--
স্বাধীনতা আনে জীবনানন্দের
পরম আনন্
মুখের গ্রাস,প্রকৃতির অনন্য ছন্দ ।
স্বাধীনতা ওড়ে পাখির ডানায়
উন্মুক্ত নীলিমায়
স্বাধীনতা জোটাও মুখের অন্ন
ক্ষুধার পরমান্ন
নৌকা ভেলায়।
স্বাধীনতা এক যাদু মায়াজাল
সুখের সাগরে শুধু ঢেউ উত্তাল
স্বাধীনতা তুমি ঝরণার জল
মুক্তির উড়ো ছায়া কুন্তল
কন্ঠে বিহঙ্গ গান
স্বাধীনতা সকল সুখের আলয়ে
বাঁচার লহরী তান ।
স্বাধীনতা শুধু সহ্য-ধৈর্যের জয়
গণতন্ত্রের হাতছানি
স্বাধীনতা বুকে জাগানোর প্রত্যয়
সত্যের কলধ্বনি --
স্বাধীনতা তুমি রোদ্দুর আলো
জীবনের পাটাতনে
শুধুই, অনুভবে শিহরণে --
স্বাধীনতা
আমার প্রিয় স্বাধীনতা ।
কথিত যৌবনের দুঃসহ জ্বালাগুলি আছে জমে বুকে
প্রতিবাদী মানুষের কণ্ঠ-রোধ করে অগণতান্ত্রিক লিপ্সারা
কর্মহীনতার আগুন ছড়িয়েছে মাঠে ময়দানে সম্মুখে
উঠে দাঁড়ানোর শিরদাঁড়া ভাঙা, মৃতপ্রায় ইপ্সারা।
জাতি,ধর্ম, বর্ণ ভাষা আর সামাজিক বিন্যাসে
জাতিসত্ত্বার নামে ইতিহাস কলুষিত করে কেহ কেহ
অবক্ষয় চারিদিকে, শ্রেণী সংগ্রামের ইতিহাসে
আবেগ আগ্রহ নেই, ক্ষয়িষ্ণুতায় আক্রান্ত সারা দেহ।
তুমি চেয়েছিলে, শোষণহীন এক সুস্থ সমাজ
সাম্যবাদের বাণী ঘোষিত তোমার ইস্তাহারে
মুখ ঢাকা বিনগ্ন সামাজিকতা করে বিরাজ,
রক্ষণশীলতা জেগে ওঠে পরিবারে পরিবারে ।
সাম্যবাদ ভুলে গেছে ওরা, অসাম্যের ধ্বজা তুলে
লুটেরা বাহিনী বীরদর্পে তোলে তাদের কণ্ঠ ধ্বনি
মরেও আছি বেঁচে, মানুষ মানুষকে গেছে ভুলে
স্বার্থপরতা,মেকি উদারতা দেখাতেই শুধু জানি ।
অত্যাচার আর শোষণ বাড়তে বাড়তে একদিন
সাম্যবাদী ছাড়পত্রে পৃথিবী শোধবে সবার ঋণ ।।
স্বাধীনতা
স্বাধীনতা মানে মুক্ত বাতাস
স্বাধীনতা শুধুই সরল বিশ্বাস
বিবেকানন্দ--
স্বাধীনতা আনে জীবনানন্দের
পরম আনন্
মুখের গ্রাস,প্রকৃতির অনন্য ছন্দ ।
স্বাধীনতা ওড়ে পাখির ডানায়
উন্মুক্ত নীলিমায়
স্বাধীনতা জোটাও মুখের অন্ন
ক্ষুধার পরমান্ন
নৌকা ভেলায়।
স্বাধীনতা এক যাদু মায়াজাল
সুখের সাগরে শুধু ঢেউ উত্তাল
স্বাধীনতা তুমি ঝরণার জল
মুক্তির উড়ো ছায়া কুন্তল
কন্ঠে বিহঙ্গ গান
স্বাধীনতা সকল সুখের আলয়ে
বাঁচার লহরী তান ।
স্বাধীনতা শুধু সহ্য-ধৈর্যের জয়
গণতন্ত্রের হাতছানি
স্বাধীনতা বুকে জাগানোর প্রত্যয়
সত্যের কলধ্বনি --
স্বাধীনতা তুমি রোদ্দুর আলো
জীবনের পাটাতনে
শুধুই, অনুভবে শিহরণে --
স্বাধীনতা
আমার প্রিয় স্বাধীনতা ।
নাসির ওয়াদেন
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন