স্বদেশ
ভালোবাসি বলে তাই সবুজ লাগাই
সরিয়ে জঞ্জাল স্তুপ স্বচ্ছ করি পাড়া
এগিয়ে যেতে আগামী রাস্তাটি বাড়াই
আমার স্বদেশ ভূমি স্বর্গেরও বাড়া।
মাটিতে মনন চাষ করি প্রতিবেশী
একসাথে আকাশের হয় পরিচয়
ভাগাভাগি হাসি কান্না হয় যে আবেশী
আমার স্বদেশ ভূমি আমার হৃদয়।
যেটুকু বিরোধ সূত্র গোঁড়া মৌলবাদী
মিলিয়ে মিলে আমরা সর্বধর্ম ছায়া
ভরিয়ে সুফল হব আদর্শ আবাদী
আমার স্বদেশ ভূমি স্বপ্ন মোহমায়া।
অতন্দ্র প্রহরী আমি জাগে সৈনিকেরা
বিশ্বে আমার স্বদেশ হবে বিশ্বসেরা।
দীপঙ্কর বেরা
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০১৭
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন