বিস্ময়বৃক্ষ
...একদিন বসন্ত এলে পাহাড়ের বুকে - আমরা মিলিত হলাম পর্বতচুড়ায়। আকাশের পবিত্র জ্যোৎস্না মেখে চারপাশে শুরু হলো ফুলের নাঙা উৎসব। ছুটে যাওয়া নক্ষত্রবৃন্তের-কষ ; দেহে ল্যেপটে আমরা ঘুমিয়ে গেলে, রমণীদের হাতে হাতে অঙ্কিত হলো গাঢ় মেহেদীর আলপনা। বুকের ঘন সৌরভে কুয়াশার মতো ঢেকে গেলো পুরো পৃথিবী। আর আমাদের মিলনে জন্ম নিল সূর্য এবং সাগর।
...একদিন বসন্ত এলে পাহাড়ের বুকে - আমরা মিলিত হলাম পর্বতচুড়ায়। আকাশের পবিত্র জ্যোৎস্না মেখে চারপাশে শুরু হলো ফুলের নাঙা উৎসব। ছুটে যাওয়া নক্ষত্রবৃন্তের-কষ ; দেহে ল্যেপটে আমরা ঘুমিয়ে গেলে, রমণীদের হাতে হাতে অঙ্কিত হলো গাঢ় মেহেদীর আলপনা। বুকের ঘন সৌরভে কুয়াশার মতো ঢেকে গেলো পুরো পৃথিবী। আর আমাদের মিলনে জন্ম নিল সূর্য এবং সাগর।
সময়ের হাত ধরে নাড়িকাটা উৎসবে একদিন বিচ্ছিন্ন হলো রাত আর দিন। আর চোখের ক্লান্তি ভোরের ডানায় উড়ে গেলে,দেখি: নূহের মহাপ্লাবনের শেষপৃষ্ঠার মতো চারদিকে পড়ে আছে ; ছিন্ন-ভিন্ন বিছানা, চুড়ির টুকরো,ভাঙা আবেগপাত্র...
পাশ ফিরে তাকাই। দেখি - তুমি সেজদারত ; ঈশ্বরের খোঁজে।
এ কে এম আব্দুল্লাহ
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ৩১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন